চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৫ জুন ২০২৩

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ওবাইদুল ইসলাম তুহিন (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তুহিন জেলার জীবননগর উপজেলার শাহপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে ও চুয়াডাঙ্গা পৌর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনের কাছে প্রাইভেট পড়তো একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো রোববার সকাল পৌনে ১০টায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায় সানফ্লাওয়ার স্কুলে। সেখানে প্রাইভেট পড়ার এক পর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই ছাত্রীকে আরও অংক করতে বলেন শিক্ষক তুহিন। এক পর্যায়ে খাতা দেখার সময় ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন শিক্ষক।
এ সময় মেয়েটি কান্নাকাটি করতে থাকে। আবারও তাকে ধরতে চাইলে সে দৌড়ে পালানোর সময় তার মামা দেখে ফেলেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জাগো নিউজকে বলেন, স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড হয়েছে। গ্রেফতার শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান জাগো নিউজকে বলেন, তুহিন সমাজ বিজ্ঞানের শিক্ষক হলেও ছোটদের ক্লাসে তিনি গণিত নিতেন। এমন একটা জঘন্য কাজ করবে আমরা কখনো ভাবিনি। প্রতিষ্ঠানটির একটা সুনাম তৈরি হয়েছিল। আমরা চাই দোষীর সর্বোচ্চ শাস্তি হোক।

হুসাইন মালিক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।