বগুড়ায় ৫ মসলা ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৬ জুন ২০২৩

বগুড়ায় পাঁচ মসলা ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৫ জুন) বিকেল ৫টার দিকে শহরের রাজাবাজর ও ফতেহআলী বাজারে এ অভিযান চালানো হয়।

অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ঈদকে সামনে রেখে বগুড়া শহরের দুই মসলার বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ও ক্রয় রশিদ না থাকায় পাঁচ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, ব্যবসায়ীদের ভেজাল মসলা বিক্রি থেকে বিরত থাকতে ও অতিরিক্ত মূল্যগ্রহণ না করার জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।