শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৬ জুন ২০২৩
শিশু আবু বক্কর সিদ্দিকের মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মা

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আবু বক্কর সিদ্দিক নামে ৯ বছরের এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, একই এলাকার প্রতিবেশী রফিকের ছেলে দ্বীন ইসলাম তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

রোববার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইভাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর স্থানীয় শুকুর মিয়ার ছেলে ও একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তারপুর মালিপাথর এলাকার বাসিন্দা শুকুর মিয়া পরিবারসহ দীর্ঘদিন ধরে গোসাইভাগ এলাকা বসবাস করছিল। বিকেলে বাড়ির পাশে সুতার তৈরি খোলা মাঠে খেলতে যায় তার ছেলে আবু বক্কর। সন্ধ্যায় প্রতিবেশী দ্বীন ইসলাম তাকে পাশের পুকুরে ছুড়ে ফেলে দেন। এ সময় সাঁতার না জানা আবু বক্কর পানিতে ডুবে গেলে ঘটনাস্থল থেকে চলে যান দ্বীন। মাঠে উপস্থিত অন্য শিশুরা বিষয়টি আবু বক্করের বাড়ি মানুষদের জানালে পুকুর থেকে আধাঘণ্টা পর নিথর অবস্থায় তাকে উদ্ধার করা হয়। স্বজনরা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা শুকুর মিয়া বলেন, সন্ধ্যায় বাড়ির লোকজন আমার কাছে ফোন দিয়েছে, আমার পোলারে পানিতে ফালায় দিছে। আধাঘণ্টা ধরে খুঁজে পায় না। আমি যাইতে যাইতে আমরা পোলা মইরা গেছে। পোলারে ইচ্ছা করে মারছে দ্বীন ইসলাম। আমি এর বিচার চাই।

এ বিষয়ে দ্বীন ইসলামের মামা মিজানুল বলেন, দ্বীন ইসলাম ইচ্ছা করে তাকে মারেনি। আবু বক্কর যে সাঁতার জানে না এটা দ্বীন জানতো না।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জাগো নিউজকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্বজনরা ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছে। স্বজনদের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।