সাতদিন বন্ধ থাকবে সোনাহাট বন্দরের আমদানি-রপ্তানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৬ জুন ২০২৩

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম সাতদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোমবার (২৬ জুন) বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: বেনাপোল দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

তিনি জানান, বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে ২৬ জুন থেকে ২ জুলাই বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।

সোনাহাট বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, ৩ জুলাই সোমবার থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম চালু করা হবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।