ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। সোমবার (২৬ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন অংশে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে কোথাও কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
সোমবার (২৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সকাল থেকেই মানুষ যে যেভাবে পারছেন গ্রামের দিকে ছুটছেন। টিকেট কাউন্টারগুলোতে দেখা গেছে যাত্রীদের অতিরিক্ত ভিড়। আবার অনেক যাত্রীকে বাসের জন্য মহাসড়কে অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করছেন বাসচালকরা।
আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ছেই
আশরাফুল আলম নামের এক যাত্রী জানান, ভোগান্তি এড়াতে পরিবারকে আগেই গ্রামে পাঠিয়ে দিচ্ছি। টিকেট পেলেও ভাড়া কিছুটা বেশি।
পরিবার নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তার সঙ্গে কথা হলে তিনি জানান, কিছুক্ষণ আগে কুমিল্লার টিকেট কাটলাম। তবে এখনো বাসের দেখা মেলেনি। কখনে বাস আসবে আর কখন গ্রামে যাবো বুঝতে পারছি না।
জাহাঙ্গীর আলম নামের এক চালক জানান, সকাল থেকে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তবে স্বাচ্ছন্দ্যে একস্থান থেকে আরেক স্থানে যেতে পারছি। আশা করছি বাকিটা পথ এভাবেই যানজট ছাড়াই যেতে পারবো।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। এর ফলে যানজট সৃষ্টির আশঙ্কা থাকে। সেজন্য যানজট নিরসনে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস