ঈদে ফরিদপুরে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে নাচ-গান নিষেধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৭ জুন ২০২৩

ফরিদপুরে ঈদুল আজহার আগের দিন থেকে তিনদিন বিভিন্ন মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ডবক্স ও স্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। কেউ আইন অমান্য করলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৫ জুন) রাত ১০টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সই করা গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়েছে, ঈদুল আজহার আগের দিন, ঈদের দিন এবং পরের দিন বিভিন্ন স্থানে ও রাস্তার মোড়ে মোড়ে উচ্চশব্দে সাউন্ডবক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীলভাবে নাচ-গান করা, আতশবাজি ফোটানো, পটকা ক্রয়-বিক্রয়, পোড়ানোসহ সব ধরনের অসামাজিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় গণবিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জাগো নিউজকে বলেন, গত ঈদুল ফিতরের দিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও ঈদুল আজহার তিনদিন এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।