রাজশাহীতে স্ত্রীকে হত্যার চেষ্টা : স্বামী আটক


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৪ মার্চ ২০১৬

রাজশাহীতে মসলা বাটা শিল দিয়ে মাথায় আঘাত করে রশিদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার চেষ্টা চালিয়েছে তার স্বামী। সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুধু তাই নয়, নির্যাতন করতে গিয়ে রশিদার শরীরে দেয়া হয়েছে জলন্ত সিগারেটের ছ্যাকা।

এদিকে, এ ঘটনার পর রশিদার স্বামী হৃদয় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়িওয়ালাসহ স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পরে অচেতন অবস্থায় রাশেদাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রশিদার মা সুন্দরী বেগম জানান, প্রায় সাত বছর আগে প্রেমের সম্পর্কে রশিদার সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। হৃদয় মহানগরীর সাহেব বাজার এলাকায় পুরাতন প্রেসার কুকার মেরামতের কাজ করতেন। বিয়ের কিছুদিন পর থেকেই হৃদয় প্রায় সময় রশিদাকে যৌতুকসহ নানান কারণে শারীরীকভাবে নির্যাতন করতো।

কয়েক মাস আগে নগরীর বেলদারপাড়া এলাকায় একটি বাড়িতে গিয়ে ভাড়া উঠে তারা। শুক্রবার এক দফা মারপিট করে রশিদাকে তার স্বামী রাস্তায় ফেলে চলে যায়। ওই দিনই রশিদা গিয়ে নগরীর ছোট বনগ্রাম এলাকায় তার বড় বোনের বাড়িতে গিয়ে উঠে। রোববার নানান ভাবে বুঝিয়ে হৃদয় কৌশলে রাশেদাকে বাড়ি নিয়ে আসে।

সোমবার দুপুরে তাদের দুইজনের মধ্যে আবারো বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে শিল দিয়ে হৃদয় তার মাথায় আঘাত করে। সেই সঙ্গে জলন্ত সিগারেটের ছ্যাকা দেয় শরীরের বিভিন্ন অঙ্গে। এতে করে রাশেদা গুরুতর আহত হন। মারপিটের ঘটনার সময় বাড়িওয়ালার ছেলে মনিসহ স্থানীয়রা এগিয়ে আসলে হৃদয় আহত রাশেদাকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় এলাকাবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করে।

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় স্বামী হৃদয়কে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শাহরিয়ার অনতু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।