ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৮ জুন ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। বুধবার (২৮ জুন) বিকেলের শহরের কয়েকটি বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে কেনায় বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে।

শহরের টিএ রোডের দক্ষিণ কালিবাড়ি মোড়ে সবজি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, কাঁচা মরিচ কেজিপ্রতি ৫০০ টাকায় বিক্রয় করতে হচ্ছে। আড়ত থেকে ৪৫০ টাকায় কিনতে হয়েছে আমাদের। গতকালও কেজি ৪০০ টাকায় বিক্রি করেছি।

আরও পড়ুন: কমেনি কাঁচামরিচের দাম 

jagonews24

শহরের ফারুকি বাজার, আনন্দ বাজার, মেড্ডা বাজার, মধ্যপাড়া বর্ডার বাজারসহ প্রায় সব বাজারে একই মূল্যে কাঁচামরিচ বিক্রয় হচ্ছে।

ইজাজুল নামের আরেক সবজি ব্যবসায়ী জানান, চাহিদার তুলনায় বাজারে কাঁচা মরিচ কম। তাই বেশি দামে কনতে হচ্ছে আমাদের। সাড়ে ৪০০ টাকায় কিনে কেজিপ্রতি ৫০০ টাকা না বিক্রয় করলে আমাদের কিছু থাকে না।

এছাড়াও বাজারে শসা প্রতিকেজি ৮০-১০০ টাকা, গাজর ১৪০ টাকা, প্রতি হালি লেবু ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।