দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:০১ পিএম, ৩০ জুন ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাঁড়িয়ে থাকা এক অটোরিকশাকে পেছন থেকে বাস ধাক্কা দেয়। এসময় জয় চন্দ্র দাস (৫২) নামের এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে একটি অটোরিকশা কসবার দিকে যাচ্ছিল। পথে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে জয় চন্দ্র দাস নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয় এবং একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।