ঈদের ছুটিতে এসে চিকিৎসা দিলেন দেড় হাজার রোগীকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০১ জুলাই ২০২৩

পবিত্র ঈদুল আজহার ছুটি পরিবারের সঙ্গে না কাটিয়ে অসহায় দুস্থদের ফ্রি চিকিৎসা সেবা দিলেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলমঙ্গীর হোসেন জনি।

শুক্রবার (৩০ জুন) সকাল ৯টায় শুরু হওয়া এ সেবা কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও অতিরিক্ত রোগী থাকার কারণে এটা চলেছে সন্ধ্যা পর্যন্ত। চুয়াডাঙ্গা শহরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় (ভিজে স্কুল) প্রাঙ্গণে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক কাল গলা বিভাগের চিকিৎসক ডা. রিয়াসাদ জামান তুলন, ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সউদ কবির মালিক জোয়ার্দ্দার ও ডা. নাজমুস সাকিব রচি। মেডিক্যাল ক্যাম্পটি সার্বিক তত্ত্বাবধান করেন সিনিয়র সাংবাদিক ফাইজার চৌধুরী।

আরও পড়ুন: নিখোঁজের ১২ ঘণ্টা পর সমুদ্রে ভেসে উঠলো কিশোরের মরদেহ

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. আলমগীর হোসেন জনি বলেন, আমি চুয়াডাঙ্গার সন্তান। আমি এবং আমার বন্ধুদের উদ্যোগে বিগত চার বছর এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। এরই ধারাবাহিকতায় এবারও ঈদের ছুটিতে বাড়ি এসে আমরা অহেতুক আড্ডা দিয়ে সময় নষ্ট না করে ভালো কাজে লাগাতে আমি ও আমার বন্ধুরা মিলে এই আয়োজন করেছি।

তিনি আরও বলেন, গ্রামগঞ্জের যে সব গরিব অসহায় রোগী আছে যাদের ট্রমা বা আঘাতজনিত যেকোনো সমস্যা, কোমর ও হাঁটুর জটিল সমস্যা, ঘাড় ও কোমর ব্যথা, যেকোনো ধরনের ভাঙাজনিত সমস্যা, বাতের ব্যথা এবং হাড় ক্ষয়জনিত সমস্যা, অর্থোপেডিক সংক্রান্ত যেসব রোগী আছে আমরা তাদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ, ফ্রি ইনজেকশন প্রদান করছি। এমনকি ওষুধ কেনার জন্যে আর্থিক সহায়তাও দিচ্ছি।

হুসাইন মালিক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।