বোনের বিয়ে কাল, একদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০১ জুলাই ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে বোনের বিয়ের আগের দিন বিদ্যুৎস্পৃষ্টে মামুন ফকির (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চারিগাঁওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মামুন একই গ্রামের বাবুল ফকিরের ছেলে।

আরও পড়ুন: যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানায়, মামুনের ছোট বোনের বিয়ে রোববার। এরমধ্যে বাড়িতে বিয়ের আমেজ বিরাজ করছে। শনিবার সকালে দুজনকে সঙ্গে নিয়ে বাড়ি পরিষ্কারের কাজ করছিলেন মামুন। এর অংশ হিসেবে টিনের ঘরের চালা সরাতে যান তারা। এসময় বিদ্যুৎস্পর্শে মামুনসহ তিনজন আহত হন। মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, মামুনের সঙ্গে আরও দুজন আহত হয়েছিলেন। তবে তারা বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হন। কিন্তু মামুনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এইচ এম কামাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।