নেত্রকোনায় স্বামীর হাতে স্ত্রী খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:২৬ এএম, ০২ জুলাই ২০২৩
ফাইল ছবি

নেত্রকোনায় কুড়াল দিয়ে কুপিয়ে সেলিনা আক্তার (৩২) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে নিহতের স্বামী ফকু মিয়া এই হত্যাকাণ্ড ঘটান।

শুক্রবার রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাচাশিপাড়া গ্রামে ঘটে এই ঘটনা। নিহতের ভাই আল আমীন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফকু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তিন সন্তানের জননী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফকু মিয়া ঘরে থাকা কুড়াল দিয়ে সেলিনাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে ঘটনার পর ফকু মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

এইচ এম কামাল/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।