৪ লাখে বিক্রি করেও খুশি নন ‘ডিপজল’র মালিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:১২ পিএম, ০২ জুলাই ২০২৩

কোরবানির ঈদ উপলক্ষে ২২ মণ ওজনের ‘ডিপজল’র ছয় লাখ টাকা দাম চেয়েছিলেন এর মালিক খলিলুর রহমান। তবে ওই দামে বিক্রি হয়নি গরুটি। চার লাখ টাকায় বিক্রি হয়েছে ফ্রিজিয়ান জাতের গরুটি। এ দামে গরুটি বিক্রি করে খুশি নন খলিলুর রহমান।

তার তথ্যমতে, গত দুই বছরে গরুটির পেছনে খাবার বাবদ খরচ হয়েছে তিন লাখ টাকা। এর সঙ্গে যোগ হবে রাখাল খরচ ও নিজেদের পরিশ্রম। সবমিলিয়ে খুব একটা লাভ হয়নি বলে জানান খলিলুর রহমান।

গরুটির মালিক খলিলুর রহমান নরসিংদীর বেলাবো উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআই টেকনিশিয়ান। কোরবানির ঈদকে ঘিরে ফ্রিজিয়ান জাতের একটি গরু লালন-পালন করেন তিনি। শখ করে নাম রাখেন ‘বেলাবোর ডিপজল’। এটির দৈর্ঘ্য ছিল সাড়ে ৬ ফুট দৈর্ঘ্য, প্রস্থ ১০ ফুট। ওজন ছিল প্রায় ৯০০ কেজি (২২ মণ)।

সাদা-কালো রঙের গরুটি লালন-পালন করেন পরিবারের সদস্যসহ একজন রাখাল। প্রতিদিন তিনবেলা গোসল করার পাশাপাশি গরুটিকে খাওয়ানো হয় সবুজ ঘাস, গম, ভুসি, ভুট্টাসহ বিভিন্ন দানাদার খাদ্য।

খামারি খলিলুর রহমান জানান, গরুটি লালন-পালনে প্রথম দিকে তার ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হতো। পরে খরচ বেড়ে দাঁড়ায় ৮০০ থেকে এক হাজার টাকা। গত দুই বছরে তিনি তিন লাখ টাকা খরচ করেছেন গরুটির পেছনে।

সঞ্জিত সাহা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।