টেবিল ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৩০ এএম, ০৩ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডালিয়া খাতুন ডলি (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (৩ জুলাই) বিকেলে উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের আদর্শপাড়ার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ডালিয়া খাতুন আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের আদর্শপাড়ার আক্কাস আলির স্ত্রী।

আলমডাঙ্গার হাট বোয়ালিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেন, ওই গৃহবধূ নিজ ঘরে টেবিল ফ্যানে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মরদেহ সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।

হুসাইন মালিক/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।