ধানক্ষেতে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের চামা-মুশরিভূজা গ্রামের মহানন্দা নদীর তীরে এ ঘটনা ঘটে।
মৃত আনোয়ার হোসেন উপজেলার দলদলী ইউনিয়নের চামা-মুশরিভূজা মৃত আইয়ুব আলীর ছেলে।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে জেলের মৃত্যু
স্থানীয়রা বাসিন্দা মিনহাজ আলী বলেন, সকালে মহানন্দা নদীর তীরে ধানের জমিতে কাজ করতে গিয়েছিলেন আনোয়ার। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহান মাহমুদ/জেএস/জিকেএস