বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করায় চার দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৩ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচামরিচের লাগামহীনভাবে দাম নিয়ন্ত্রণ করতে অভিযান শুরু করেছেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ জুলাই) বেলা ১১টা থেকে শহরের কাউতলী কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

এ সময় প্রতিষ্ঠানগুলোতে কাঁচা মরিচের সঠিক মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করার দায়ে চার প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে সততা বাণিজ্যলয়কে তিন হাজার, মায়ের দোয়া সবজি আড়তকে এক হাজার টাকা, সুমন সবজি আড়ত কেকে এক হাজার টাকা ও মো. জানু মিয়া সবজি আড়তকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

ব্যবসায়ীরা জানু মিয়া ও সুজন আহমেদ জানান, আজকের পাইকারি বাজারে ২৮০ টাকা এবং খুচরা বাজারে ৩০০ দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। মূল্য তালিকা না থাকার দায়ে তাদের জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, চলমান কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণ রাখার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তার সঙ্গে জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।