ব্রাহ্মণবাড়িয়া

শখের ‘বাদশাহ’ বিক্রি হলো সাড়ে ৯ লাখ টাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৩ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শাহ সাব্বির হাসানের শখের গরু ‘বাদশাহ’ সাড়ে ৯ লাখ টাকায় বিক্রি হয়েছে।

বাদশাহ’র মালিক শাহ সাব্বির হাসান জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বাদশাহকে নিজের সন্তানের মতো লালন-পালন করে বড় করেছিলাম। জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে বাদশাহ’র খবর জেনে অনেকেই দেখতে এসেছেন। অবশেষে ঢাকার এক ব্যক্তির কাছে সাড়ে ৯ লাখ টাকায় বিক্রি করেছি। শখ করে লালন পালন করায় বাদশাহ’র জন্য কত টাকা ব্যয় করেছি তার সঠিক হিসেব রাখিনি। এখানে লাভ লোকসানের হিসেব নেই।

আরও পড়ুন: পদ্মায় ধরা পড়লো ২ মণ ওজনের শুশুক

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/brahmonbaria2-20230703145910.jpg

তিনি আরও বলেন, আমি জাগোনিউজকে কৃতজ্ঞতা জানাই। আমার বাদশাহ’কে নিয়ে খুব সুন্দর একটি ভিডিও প্রতিবেদন করায়। জাগোনিউজের দুটি ভিডিওতে ৪০ লাখে উপরে মানুষ দেখেছে। সবাই অনেক অনেক ভালবাসা দিয়েছে। তাদের এই অনুপ্রেরণায় বাদশাহকে বিক্রি করে আমি আরও তিনটি গরু এনেছি লালন করতে। এরমধ্যে একটি গরু ইনশাআল্লাহ আগামী কোরবানি ঈদে, বাকিগুলো পরে বিক্রি করার পরিকল্পনা আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের বাগানবাড়িতে গুনগুন পার্ক এবং রিসোর্টে তিন বছর শাহ সাব্বির হাসান ‘বাদশাহ’কে লালন পালন করছেন।

ব্রাহমা ও শাহীওয়ালের ক্রস ব্রিড জাতের ‘বাদশাহ’র ওজন তিন বছর ছিল ৬২০ কেজি। বিক্রির সময় বাদশার ওজন হয়েছিল ৯৮০কেজি। এর দৈর্ঘ্য ৬৩ ইঞ্চি এবং প্রস্ত প্রায় ৭৫ ইঞ্চি। বাদশাহকে প্রতিদিন দানাদার খাবারের পাশাপাশি উন্নতমানের সাইলেজ ও কাঁচা ঘাস খেতে দেওয়া হতো। তাকে গোসলের পাশাপাশি দুই বেলা হাঁটানো হতো।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।