সাইবার ওয়ারিয়র্সের মেজবানিতে মেহমান ৫ শতাধিক হতদরিদ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৫ জুলাই ২০২৩

ছিন্নমূল হতদরিদ্র অসহায় মানুষকে এক বেলা মেহমানদারি করতে মেজবানির আয়োজন করেছে ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে পাঁচ শতাধিক অপরিচিত মেহমান দাওয়াত খেয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে ‘ছিন্নমূল মানুষের সাথে একদিন’ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঈদ-পরবর্তী অসহায় মানুষগুলো যে যার ইচ্ছামতো এক বেলা পেটপুরে খেতে পেরে বেশ খুশি। খাবারের তালিকায় ছিল- গরুর মাংস, আলু, মাসকলাইয়ের ডাল, ভাত।

দুপুর ২টায় মুজিব চত্বরে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসনের টিনশেডের নিচে চেয়ার টেবিল দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন তরুণ-তরুণী সবাইকে খাবার সরবরাহ করছেন।

jagonews24

তাদেরই একজন তানজিনা আক্তার প্রিয়া (১৮)। তিনি জাগো নিউজকে বলেন, আমি নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের একজন স্বেচ্ছাসেবী সদস্য। সংগঠনের মূলনীতি অনুযায়ী মানবসেবা করাই আমার লক্ষ্য। হতদরিদ্র ছিন্নমূলরাও সমাজের অংশ। আমরা তাদের এক বেলা ভালো খাবার দিতে পেরে অনেক আনন্দিত।

টেবিলে বসে খাচ্ছিল পথশিশু আজগর হোসেন (১১)। তিনি বলেন, বহুদিন এমনভাবে শান্তিতে খেতে পারি নাই। আজ ভাইয়ারা দাওয়াত দিয়েছেন। গরুর মাংস দিয়ে খাচ্ছি। অনেক মজা হয়েছে।

পাশের টেবিলে খেতে বসা রিকশাচালক আবদুল গনি (৪৮) জাগো নিউজকে বলেন, বাজারে দ্রব্যমূল্যের যে দাম সবজিও কিনতে হিমশিম খেতে হয়। সেখানে গরুর মাংস খাওয়া তো স্বপ্নের ব্যাপার। আজ পেটপুরে দাওয়াত খেলাম। আয়োজকদের অনেক ধন্যবাদ।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হান জাগো নিউজকে বলেন, ২০২১ সালে ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ সংগঠন আত্মপ্রকাশ করে। এরপর থেকে সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগীদের বিনামূল্যে সেবা দিয়ে আসছি আমরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া আইডি উদ্ধারসহ হয়রানি বন্ধে বিভিন্ন ধরনর কাজ বিনামূল্যে করে আসছি।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনা পারিশ্রমিকে দিনরাত পরিশ্রম করে আসছেন। সদস্যদের চাঁদা ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানে গঠিত সংগঠনের নিজস্ব তহবিল থেকে ছিন্নমূল হতদরিদ্র মানুষের জন্য এ মেজবানির আয়েজন করা হয়েছে। এর আগে রমজানে আমরা অসহায়দের মাঝে মাসব্যাপী দুই টাকায় ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতে আমরা আরও বড় কিছু করতে চাই।

ইকবাল হোসেন মজনু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।