‘আমার প্রাণপ্রিয় বিদ্যালয়কে আগের মতো দেখতে চাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৫ জুলাই ২০২৩

প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়ে কাঁদলো শিশু শিক্ষার্থী ফাতেমা আক্তার। সে নোয়াখালীর কোম্পানীগঞ্জের পুড়ে যাওয়া চরফকিরা কবি নজরুল ইসলাম একাডেমির ছাত্রী। ফাতেমার দাবি, ‘আমি আমার প্রাণপ্রিয় বিদ্যালয়কে আগের মতো দেখতে চাই’।

বুধবার (৫ জুলাই) দুপুরে ওই একাডেমির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দৃষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অভিভাবক, শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।

‘আমার প্রাণপ্রিয় বিদ্যালয়কে আগের মতো দেখতে চাই’

এর আগে সোমবার (৩ জুলাই) রাতে ওই বিদ্যালয়ের মূলভবন আগুনে ভস্মীভূত হয়। এজন্য এলাকার জুয়াড়িদের দায়ী করা হয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন সেলিম বলেন, আগুনে তিলেতিলে গড়া স্বপ্নের বিদ্যালয়ের কিছুই রক্ষা করা যায়নি। ভবন, দলিলপত্র, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি করছি।

‘আমার প্রাণপ্রিয় বিদ্যালয়কে আগের মতো দেখতে চাই’

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক শমশের হোসেন হেলাল বলেন, একদল যুবক বিদ্যালয়ে জুয়ার আসর বসায়। আগুন লাগার আগের দিন স্থানীয় চেয়ারম্যান জায়দল হক কচির নেতৃত্বে পুলিশ তাদের ধাওয়া করে। তাদের কেউ ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটাতে পারে। যেই হোক আমরা তাদের শাস্তি চাই।

এসময় অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সদস্য একরামুল হক, ইউনুস নবী নয়ন, সিহাব উদ্দিন রিপন, গোলাম রাব্বানী বিপ্লব, নাজিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব পিংকন প্রমুখ বক্তব্য দেন।

‘আমার প্রাণপ্রিয় বিদ্যালয়কে আগের মতো দেখতে চাই’

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জামিন মিয়া জাগো নিউজকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।