চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৩১ এএম, ০৬ জুলাই ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়ায় নির্মাণাধীন ড্রেনে পড়ে সামিয়া নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ড্রেনের পানি থেকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত শিশু সামিয়া কলেজপাড়ার প্যাকেট ব্যবসায়ী রোকনুজ্জামানের কন্যা। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় শিশু সামিয়া কলেজপাড়া সড়কে তার বাবার দোকানের সামনে খেলছিল। একা খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে পৌরসভার নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। এসময় তাকে অনেক খুঁজে পাওয়া যায় না। পরে ড্রেনের খোলা জায়গা থেকে বাঁশ দিয়ে পানি নাড়া দিলে পানিতে ভাসমান অবস্থায় সামিয়ার নিথর দেহ দেখতে পান তারা। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

নাম না প্রকাশ করে বেশ কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অনেক স্থানে দীর্ঘদিনও ঢাকনা (স্লাব) দেওয়া হয়নি। আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন। এখন এই শিশুর মৃত্যু হলো।

এ বিষয়ে ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস জোয়ার্দ্দার বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে শতভাগ স্লাব দেওয়া সম্ভব হয়নি। তবুও নির্মাণাধীন ড্রেনের শতভাগ স্লাব দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে ড্রেনে পড়ে আর যেন কোনো প্রাণহানি না ঘটে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

হোসাইন মালিক/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।