সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় ৫ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৫ মার্চ ২০১৬

পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামের সুরঞ্জিত ঘোষের ভেজাল দুধের কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম এই জরিমানার রায় প্রদান করেন। দুধের কারখানার মালিক উপজেলার বোয়ালমারি গ্রামের সুনীল ঘোষের ছেলে সুরঞ্জিত ঘোষ।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন র্যাব ও পুলিশের সহযোগিতায় সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামে সুরঞ্জিত ঘোষের কারখানায় অভিযান চালায়। অভিযানকালে কর্মকর্তারা ভেজাল দুধ তৈরির উপকরণ এবং ভেজাল দুধ তৈরির সত্যতা পান। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক সুরঞ্জিত ঘোষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার সম্পূর্ণ টাকা পরিশোধ করে সুরঞ্জিত মুক্ত হন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, পাবনা র্যাব-১২ এর ডিএডি মিজানসহ সাঁথিয়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।

একে জামান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।