বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, যুবক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৬ জুলাই ২০২৩

ফরিদপুরের সালথায় ইতালি ও মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ১৯ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার নিরব কুমার সরকার নিবিড় (৩০) নামের যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ফরিদপুর ম্যাজিস্ট্রেট কোর্ট আমলি আদালত-৬ এর বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌড় সুন্দর দাস তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি নিরব কুমার সরকার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা গ্রামের মৃত ননী গোপাল সরকারের (নারায়ণ) ছেলে।

মামলার বাদী সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম ও সজিব শেখ জানান, ২০২৩ সালের সালথা সি আর-৮৮/৮৯ মামলার প্রধান আসামি নিরব কুমার সরকার। তিনি ফরিদপুর ম্যাজিস্ট্রেট কোর্ট আমলি আদালত-৬ এ হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফরিদপুর জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ পিলু জানান, ইতালি নেওয়ার কথা বলে নজরুল ইসলামের কাছ থেকে ১৫ লাখ ও মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে তার ভাই সজিব শেখের কাছ থেকে চার লাখ ৩০ হাজারসহ মোট ১৯ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন নিরব কুমার সরকার। পরে নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।