ডিসলাইনের তার চুরি হওয়ায় ১০ গ্রামে সংযোগ বিচ্ছিন্ন
সিরাজগঞ্জে রাতের আঁধারে ডিসলাইনের তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০ গ্রামের ডিসলাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের ‘তাসিন ক্যাবল নেটওয়ার্ক’র স্বত্তাধিকারী আবু রায়হান ডালিম অভিযোগ করে জানান, চক্রান্তমূলকভাবে কিছু দুর্বৃত্ত রাতের আঁধারে বাহুকা হাটখোলা থেকে শুরু করে চৌধুরীপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকার ডিসলাইনের ফাইভার তার ও ১৪টি ডিজিটাল মেশিন চুরি করে নিয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাহুকা গ্রামের কয়েকজন জানান, তার চুরির কারণে এলাকায় ডিস সংযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম খন্দকার জাগো নিউজকে বলেন, গভীর রাত থেকে এ এলাকায় ডিস সংযোগ নেই। পরে শুনলাম তার নাকি চুরি হয়েছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।
এম এ মালেক/এফএ/এমএস