ডিসলাইনের তার চুরি হওয়ায় ১০ গ্রামে সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৬ জুলাই ২০২৩

সিরাজগঞ্জে রাতের আঁধারে ডিসলাইনের তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০ গ্রামের ডিসলাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের ‘তাসিন ক্যাবল নেটওয়ার্ক’র স্বত্তাধিকারী আবু রায়হান ডালিম অভিযোগ করে জানান, চক্রান্তমূলকভাবে কিছু দুর্বৃত্ত রাতের আঁধারে বাহুকা হাটখোলা থেকে শুরু করে চৌধুরীপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকার ডিসলাইনের ফাইভার তার ও ১৪টি ডিজিটাল মেশিন চুরি করে নিয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাহুকা গ্রামের কয়েকজন জানান, তার চুরির কারণে এলাকায় ডিস সংযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম খন্দকার জাগো নিউজকে বলেন, গভীর রাত থেকে এ এলাকায় ডিস সংযোগ নেই। পরে শুনলাম তার নাকি চুরি হয়েছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

এম এ মালেক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।