তলিয়ে গেছে ইলিশা লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৭ জুলাই ২০২৩

ভোলায় জোয়ারে মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে তলিয়ে গেছে ইলিশা লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন ভোলা-ঢাকা রুটে ইলিশা ঘাটের চলাচলকারী হাজার হাজার যাত্রী।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে মেঘনা নদীর পানি বেড়ে সংযোগ সড়ক তলিয়ে যায়।

ঘাটে কথা হয় যাত্রী শিহাদ উদ্দিন, আব্বাস উদ্দিন, জান্নাত বেগম ও রুমা বেগমের সঙ্গে। তারা জাগো নিউজকে জানান, তারা ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ইলিশা ঘাটে এসেছেন। ঘাটে এসে দেখেন সংযোগ সড়কটি জোয়ারের পানিতে পুরো তলিয়ে গেছে। পানির মধ্যে অনেক কষ্টে টার্মিনালে উঠেছেন।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুরজ্জামান বলেন, সকাল থেকে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এ সমস্যা ৩-৪ ঘণ্টার বেশি থাকবে না।

এ বিষয়ে ভোলা বিআইডব্লিউটিএর কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, লঞ্চঘাটের সড়কটি উঁচু করার জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। কাজ শুরু হলে এ সমস্যা থাকবে না।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।