দুধকুমার নদে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৭ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

কুড়িগ্রামে দুধকুমার নদে গোসল করতে নেমে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই ছাত্রের নাম বায়েজিদ হোসেন (৯)। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ বায়েজিদ পাগলারহাট বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র।

এলাকাবাসী জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বায়েজিদসহ আরও কয়েকটি শিশু দুধকুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামে। এক পর্যায় নদের পানির স্রোতে সে তলিয়ে যায়। পরে পরিবার ও এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বায়েজিদকে খুঁজে পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। রাতে খুঁজে পাওয়া না গেলে শনিবার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।

ফজলুল করিম ফারাজী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।