রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৮ জুলাই ২০২৩

রংপুরের পীরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়কের বোর্ডেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের আলামিন (৪৫) এবং তার ছেলে মাইন (৪)।

Rangpur2.jpg

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।

আরও পড়ুন: যশোরে বাসচাপায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ৭

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আলামিন ও তার ছেলে মাইনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জিতু কবীর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।