নাটোর জেলা বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৮ জুলাই ২০২৩

নাটোর জেলা বিএনপির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের ভিতরে বসেছিল। এ সময় জেলা যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেলের বহর নিয়ে দলীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করতে থাকে। একই সঙ্গে তারা দলীয় কার্যালয়ে টাঙ্গানো বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ সিসি টিভি ক্যামেরাগুলো ভেঙ্গে রাস্তায় ফেলে দেয়। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Natore2.jpg

আরও পড়ুন: অস্ত্র হাতে ইউএনওর গাড়িচালককে ধাওয়া যুবলীগ নেতার

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, এই ঘটনা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনই করেছে। তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মুর্তজা বাবলু এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নেতাকর্মীরা অভ্যন্তরীণ দ্বন্ধে নিজেরাই ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগকে দায়ী করছে। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো সংগঠন জড়িত না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

রেজাউল করিম রেজা/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।