সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন রোববার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৮ জুলাই ২০২৩

দীর্ঘ ১০ বছর পর রোববার (৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামসহ পুরো শহরকে বর্ণিলভাবে সাজানো হচ্ছে।

কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে শহরের প্রবেশ সড়কে টাঙানো হয়েছে অসংখ্য ফেস্টুন- ব্যানার। এ সম্মেলন ঘিরে নেতাকর্মীরাও অনেকটাই উজ্জীবিত হয়ে উঠছেন নানামুখী তৎপরতায়। আর সম্মেলনে পদ-প্রত্যাশী নেতারা দৌড়ঝাঁপ চালাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের দ্বারে।

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন রোববার

সূত্র বলছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন কেন্দ্রে পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা শহরের সড়কগুলোতেও নাম ও ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড, ফেস্টুন ও তোরণ স্থাপন করে প্রার্থিতার জানান দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে নতুন নতুন পোস্টার লাগছে শহরের দেওয়ালে দেওয়ালে।

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন রোববার

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা টিটো জাগো নিউজকে বলেন, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমি নিজেও সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমাদের কেন্দ্রের নেতারা জেলার শীর্ষ দুই পদের নেতা নির্বাচিত করবেন। এ সম্মেলনে ১৫টি ইউনিটের ৪৫০ জন কাউন্সিলর রয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এম এ মালেক/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।