এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে কিশোরগ্যাংয়ের হাতে তরুণ খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৯ জুলাই ২০২৩
নিহত কলেজছাত্র নাহিদ

নরসিংদীর শিবপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে নাহিদ (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যা করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা।

রোববার (৯ জুলাই) দুপুরে উপজেলার বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তুহিন ও ইয়াসিন নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটক তুহিন তারাকান্দি এলাকার কাউসার মিয়ার ছেলে এবং ইয়াসিন একই এলাকার মলিন মিয়ার ছেলে।

নিহত নাহিদের ভাই নাঈম জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশ নিতে ফরম ফিলাপের জন্য বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেন নাহিদ। এ সময় এলাকায় কিশোরগ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ একাধিক সন্ত্রাসী তাকে ধাওয়া করে। দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। একপর্যায়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবানো হয় তাকে। এলাকাবাসীর সহায়তায় নাহিদকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, অভিযুক্তরা এলাকায় কিশোরগ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করে। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জাগো নিউজকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্র নাহিদকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তুহিন ও ইয়াসিন নামে দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়েছে।

সঞ্জিত সাহা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।