৮ কোটি টাকার ক্ষতি
অতিরিক্ত চার্জে সৌরবিদ্যুতের ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ড
কুড়িগ্রামের রাজিবপুরে ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে বিস্ফোরণে সৌরবিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৯ জুলাই) সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌরবিদ্যুৎ প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে কানেশিয়া সোলার প্যানেল সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারি, ৮টি অবগ্রিট মেশিন, ৮টি অনগ্রিট মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অন্যন্য জিনিসপত্রও পুড়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
কানেশিয়া সোলার প্যানেল সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান বলেন, সকালে ব্যাটারির অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ ঘটে। এতে মালামাল পুড়ে প্রায় ৮-৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিদ্যুৎ প্রকল্প থেকে কোদালকাটি চরের ৪২০টি পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হতো বলেও জানান তিনি।
কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, ‘এ প্রকল্প থেকে আমার ইউনিয়নের ৪২০টি পরিবার বিদ্যুৎ পেতো। আজ আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়েছে। আমি বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি।’
রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, ঘটনাটি জেনেছি। তবে চারদিকে নদী থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস