বিএনপি সন্ত্রাসের রাজত্ব করতে চায়: নাছিম
বিএনপি একদফা আন্দোলনের নামে আবারও দেশে আগুন-সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, সন্ত্রাসের জন্য বিএনপি জামায়াতে ইসলামকে লালন-পালন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছেন। কিন্তু সেই আন্দোলন আর হয় না। তাদের উদ্দেশ্য আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা। তবে এ দেশের শান্তিপ্রিয় মুজিব আদর্শের মানুষেরা সে আন্দোলনকে কখনও সমর্থন করবে না।
আরও পড়ুন: সরকার দখলদারির রাজত্ব কায়েম করতে চায়: ফখরুল
জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, তানভীর শাকিল এমপি, হাবিবে মিল্লাত এমপি, আব্দুল আজিজ এমপি, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ আওয়ামী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/আরএইচ/জিকেএস