বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কৌশিক নন্দী নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ জুলাই) সকালে শরণখোলা থেকে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। শিশু কৌশিক নন্দী শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামের সমীর নন্দীর ছেলে।
গেলো শুক্রবার রাতে জ্বরে আক্রান্ত হয় শিশু কৌশিক নন্দী। পরদিন শনিবার বিকেলে ছেলেকে নিয়ে রায়েন্দা নার্সিং হোমে যায় বাবা-মা। সেখানে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম শিশু কৌশিক নন্দীর রক্ত পরীক্ষা শেষে ডেঙ্গু শনাক্ত করেন। পরে তার রক্তের প্লাটিলেট গণনার জন্য রায়েন্দা মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। সেখানে তার রক্তে ৯৮ হাজার সিএমএম পাওয়া যায়।
মেডিকেল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম চিকিৎসাপত্র দিয়ে বাড়িতে পাঠান। ওই রাতেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে বাগেরহাট জেলা হাসপাতালে রওনা হন স্বজনরা। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায় বলে জানিয়েছেন তার বাবা সমীর নন্দী।
বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জিয়াউল আদনান রুমেল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে জ্বর ছিল। কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, শিশুটির রক্তে প্লাটিলেটের পরিমাণ কম ছিল।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিশুটি যখন আমার কাছে এসেছিল তখন প্রচুর জ্বর ছিল। ডেঙ্গুর মৌসুম হওয়ায় রোগীর প্লাটিলেট পরীক্ষা করা হয়। তার শরীরে ৯৮ হাজার প্লাটিলেট পাওয়া যায়। রোগীর অবস্থা মোটামুটি ভালো থাকায় তাকে সেলাইন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সকালে মৃত্যুর খবর শুনলাম। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।
এসজে/জিকেএস