দৈনিক ৮ ঘণ্টা বিদ্যুতের দাবিতে রাস্তায় মনপুরাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:১১ পিএম, ১০ জুলাই ২০২৩

দৈনিক ৮ ঘণ্টা বিদ্যুতের দাবিতে এবার রাস্তায় মানববন্ধন করেছেন ভোলার মনপুরা উপজেলার ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।

সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন ব্যবসায়ীরা। এতে কয়েকশ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মনাবন্ধনে বক্তারা বলেন, মনপুরা উপজেলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত দৈনিক আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতো। কিন্তু দীর্ঘ দিন ধরে ওজোপাডিকো তাদের একটি মেশিন নষ্টের কারণ দেখিয়ে মাত্র পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সবরাহ করছে। এর মধ্যে আবার ব্যাপক লোডশেডিং হচ্ছে। এতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা ঠিকমত করতে না পারায় লোকসান গুনছেন।

jagonews24

এছাড়া প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ জনজীবন। ঠিকমতো পড়াশোনাও করতে পারছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় আবারও দৈনিক আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য দেন- হাজিরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন হাওলাদার, ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আবুয়াল হোসেন আবু, মনপুরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন।

জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।