তিস্তায় নৌকাডুবি
নিখোঁজের ৩০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ তিন কৃষকেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৩০ ঘণ্টা পর সবশেষ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ধুবনী এলাকার তিস্তা নদী থেকে আহিদুল ইসলামের (৫০) মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে রোববার (৯ জুলাই) রাত ৮টায় একই এলাকা থেকে ফজলুল হকের (৪৫) মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। তার আগে দুপুরে শফিকুলের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধুবনি গ্রামের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার সকালে ধুবনী এলাকার ১৩ জন কৃষক নদী পার হয়ে চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এসময় ১০ জন তীরে আসতে পারলেও তিন কৃষক নিখোঁজ হন।
এদিকে, এ নৌকাডুবির ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

তদন্তের দায়িত্বে আছেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এ মমিন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। ডুবে যাওয়া নৌকার যাত্রীদের সঙ্গে কথা হয়েছে। কী কারণে নৌকাটি ডুবে গেছে তা পরে জানানো হবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নৌকাডুবির ঘটনায়
একে একে নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হয়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, তিস্তায় নৌকাডুবির ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রবিউল হাসান/এমআরআর/জিকেএস