কক্সবাজার

মাদক মামলায় দুলাভাই-শ্যালকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১০ জুলাই ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারে এক লাখ ১১ হাজার ৯০০ পিস ইয়াবা পাচার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সম্পর্কে দুলাভাই-শ্যালক।

সোমবার (১০ জুলাই) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

দণ্ডিতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ার রমিজ উদ্দিন ও চকরিয়া উপজেলার বদরখালীর ওয়াইজ উদ্দিন। রায় ঘোষণার সময় দুজন আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

মামলার নথির বরাতে অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ২০২২ সালের মাঝামাঝি সময়ে পেকুয়ার পাহাড় থেকে সড়ক পথে ইয়াবার একটি চালান পাচারের সময় অভিযান চালায় র্যাব-৭ এর একটি টিম। এ সময় ধাওয়া করে দুজনকে এক লাখ ১১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ঘটনার পরদিন র্যাবের এক সদস্য বাদী হয়ে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

তিনি বলেন, রায় ঘোষণার সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে মাদক মামলা সমূহ দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে। তাই অল্প সময়ে সাক্ষী-জেরা শেষ করে চাঞ্চল্যকর মাদক মামলাগুলো রায় ঘোষণা করা হচ্ছে। কিছুদিন আগে ১৭ লাখ ইয়াবা জব্দের মামলাটির রায় ঘোষণা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।