পাটক্ষেতে মিললো হাত-পা-মুখ বাঁধা মরদেহ
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়ায় পাটক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার চিথলিয়া পাটক্ষেতে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ওসি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।
আল-মামুন সাগর/এসজে/জিকেএস