ইভিএমে কারচুপির সুযোগ নেই: ইসি রাশেদা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১২ জুলাই ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপির সুযোগ নেই। তাই ইভিএমে প্রত্যেককে আস্থা রাখতে হবে। প্রার্থী ও ভোটারদের সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে দায়িত্বশীল হতে হবে।

বুধবার (১২ জুলাই) দুপুরে প্রথমবারের মতো সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘আমি সিরাজগঞ্জের মেয়ে। গ্রামেই বেড়ে উঠেছি। আমি দেখেছি এলাকার মেয়েরা নির্বাচন এলে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়ে ভোট দেখতে বাবার বাড়ি চলে আসে। এ দেশের মানুষের কাছে যেকোনো নির্বাচনই উৎসবের মতো।’

তাড়াশ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসনীম উর্মির সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক, বাবুল শেখ, শহিদুল ইসলাম, আলামিন হোসেন, কাউন্সিলর প্রার্থী রোখসানা খাতুন, আমিনা খাতুন, বাবু তালুকদার, সাহাবর হোসেন খান প্রমুখ।

এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম ও তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

আগামী ১৭ জুলাই এ পৌরসভায় প্রথমবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৯ হাজার ২৮৭ জন ভোটার ভোট দেবেন।

এম এ মালেক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।