পাবনায় ৫০০ কেজি নিষিদ্ধ কীটনাশক ধ্বংসের পর কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১২ জুলাই ২০২৩

পাবনা বিসিক শিল্প নগরিতে লিমন এগ্রো নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে ওই কারখানার মালিক আব্দুর রহিম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানা থেকে জব্দ করা ৫০১ কেজি কীটনাশক ধ্বংস করা হয়।

বুধবার (১২ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা বিসিক শিল্প নগরিতে অবস্থিত ‘লিমন এগ্রো’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানায় নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক পাওয়া যায়। এছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে অন্য স্থানের ঠিকানা ব্যবহার করারও প্রমাণ পাওয়া যায়।

jagonews24

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, কারখানাটিতে অনেকদিন ধরে নিষিদ্ধ কীটনাশক উৎপাদন করা হচ্ছিল। এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। এসময় ৫০১ কেজি নিষিদ্ধ কীটনাশক ধ্বংস ও কারখানার মালিক আব্দুর রহিম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সবশেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, কৃষি সম্প্রসারণ অফিসার খালেদীন আনাম প্রমুখ।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।