ভোলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৩ জুলাই ২০২৩

ভোলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

আটকরা হলেন- নোয়াখালীর সেনবাগ এলাকার মো. ইউনুছ (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩১)। তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্ল্যাঙ্ক চেক, তিনটি এটিএম কার্ড, চারটি মোবাইল ফোন ও আটটি সিম কার্ড জব্দ করা হয়।

বুধবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট এম হাসান মেহেদী।

এম হাসান মেহেদী জানান, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশাগামী একটি অটোরিকশা তল্লাশি করে ১০ হাজার  ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।