কুড়িগ্রামে বিদেশি মদসহ ভারতীয় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৩ জুলাই ২০২৩

কুড়িগ্রামে ৮৪টি বিদেশি মদের বোতল ও ৫০০ পিস ইয়াবাসহ মো. সাইফুল শেখ (২৪) নামে এক ভারতীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) রাতে উলিপুর উপজেলার নামাজের চর পুলিশ কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সাইফুল শেখ ভারতের হাড় সিংমাড়ী জেলার শুকচর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই কোনো পদক্ষেপ

পুলিশ জানায়, সিংমাড়ী জেলার শুকচর গ্রামের বাসিন্দা মো. সাইফুল শেখ একজন মাদক কারবারি। বুধবার রাতে মাদক পাচারের সময় তাকে মদ ও ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতার ভারতীয় নাগরিকের বিরুদ্ধে উলিপুর থানায় ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ফজলুল করিম ফারাজী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।