অনুষ্ঠানের কথা বলে ডেকে নৃত্যশিল্পীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৩ জুলাই ২০২৩

সাতক্ষীরার পাটকেলঘাটায় নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক বলে জানা গেছে। ভুক্তভোগী নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে ভাড়া বাসায় বসবাস করেন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্যশিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকেন ওই নারী। সেই সূত্র ধরে কিছুদিন আগে তার পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সঙ্গে।

ঘটনার দিন বিকেলে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেন আকাশ। পরে কথামতো ঘটনাস্থলে গেলে তাকে আকাশসহ এলাকার দুই বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে রাখেন। এরপর আকাশ বেশ কিছুদিন ধরে ওই নারীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে আসছিলেন।

এ ঘটনায় বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় মামলা করেন। মামলা নং-৮।
বৃহস্পতিবার সকালে আসামি আকাশ হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী।


আহসানুর রহমান রাজীব/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।