পাইকারি দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বরগুনায় একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রির পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের।
শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে বরগুনার সদর রোড এলাকার টাউনহল সড়কের মেসার্স জুয়েল মটরস নামের একটি দোকানে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বৃষ্টি এবং শুক্রবার হওয়ায় শহরের অনেক দোকানই বন্ধ ছিল। তবে হঠাৎ জুয়েল মটরস নামের দোকানের পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে। এসময় দোকানটি বন্ধ থাকায় দোকানের মালিক জুয়েল হাওলাদার ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২
মেসার্স জুয়েল মটরস এর মালিক জুয়েল হাওলাদার জাগো নিউজকে বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দোকানে চলে আসি। আমি মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ স্থানীয় দোকানে পাইকারি ও খুচরা বিক্রি করি। আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফরোজা পারভিন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সবার সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। দোকাটির পাশে হোটেল এবং আরও অনেক দোকান ছিল দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক বেশি ক্ষতির সম্ভাবনা ছিল।
আরও পড়ুন: পানি কমলেও দুর্ভোগ কমেনি তাহিরপুরে
এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. শামিম রেজা জাগো নিউজকে বলেন, টাউনহল সড়কের একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
জেএস/জিকেএস