মাঝ নদীতে পুড়ে ছাই পর্যটকবাহী হাউজবোট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৪ জুলাই ২০২৩

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন লেগে পুরো বোট ভস্মীভূত হয়ে গেছে। তবে এ সময় বোটে কোনো পর্যটক ছিল না। পর্যটক বহনের প্রস্তুতি নেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ পৌর শহরে সুরমা নদীর সাহেববাড়ী ঘাটে বাঁধা থাকা অবস্থায় জঙ্গ নামের হাউজবোটে আগুন লাগে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বোটে থাকা শ্রমিকরা।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে হঠাৎ বোটের মাঝ বরাবর আগুন লাগে। হাউজবোটটি কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। স্থানীয়ভাবে আগুন নেভাতে ব্যর্থ হলে আশপাশের বাসাবাড়ির নিরাপত্তার জন্য জ্বলন্ত বোটটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি বোট জ্বলন্ত অবস্থায় ভাসছে। স্থানীয়ভাবে আরও কয়েকটি নৌকা ম্যানেজ করে মাঝ নদীতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বোটটি আর ব্যবহারযোগ্য নয়। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।