মাদক কারবারে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৬ জুলাই ২০২৩

কুষ্টিয়ায় ‘দৈনিক দিনের শেষে’ পত্রিকার জেলা প্রতিনিধি এবং জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিনের ওপর হামলা চালিয়েছে একদল মাদক কারবারি।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় নিজামের ওপর এ হামলা করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিজামের মাথায় ও হাতে গুরুতর জখম করা হয়েছে।

আহত সাংবাদিক নিজাম জানান, সন্ধ্যায় জুগিয়া মোড়ে দাঁড়িয়েছিলেন। এসময় তার সামনেই কারবারিরা মাদকের লেনদেন করছিলেন। তিনি নিষেধ করলে এলাকার চিহ্নিত মাদক কারবারি হাফিজ ও মানিকের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ হামলার ঘটনায় শনিবার রাতেই কুষ্টিয়া মডেল থানায় সাংবাদিক নিজামের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মাদক কারবারিরা সাংবাদিক নিজাম উদ্দিনের ওপর এ হামলা চালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাংবাদিক নিজামের ওপর মাদক কারবারিদের হামলার নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আল-মামুন সাগর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।