চাঁদাবাজি মামলা

রাতে গ্রেফতার ইউপি চেয়ারম্যান, সকালে জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৬ জুলাই ২০২৩

নরসিংদীতে চাঁদাবাজির মামলায় মাধবদী নুরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন গ্রেফতার হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তবে রোববার (১৪ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হলে তাকে জামিন দিয়েছেন বিচারক।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নে হক ট্রেক্সটাইলের মালিক আইনাল হাজি তার বাড়ির সীমানার জন্য ওয়াল নির্মাণ করছিলেন। এ সময় মাধবদী নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন পাঁচ-ছয়জনকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন। এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন হক ট্রেক্সটাইলের কাপড়ের গোডাউনে আগুন লাগিয়ে দেন।

এ ঘটনায় হক টেক্সটাইল মালিক আইনাল হাজির ভাগিনা মফিজুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাদবদী থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় এলাকা থেকে ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুর ১২টার দিকে আরিফকে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক ফারুফা আহাম্মেদের আদালতে তোলা হয়। এ সময় চেয়ারম্যান পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। বিচারক বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন।

ক্ষতিগ্রস্ত হক টেক্সটাইল মালিক আইনাল হাজি বলেন, চেয়ারম্যান অন্যায়ভাবে আমার কাজ বন্ধ করে দিয়েছেন। আবার পাঁচ লাখ টাকা চাঁদাও দাবি করেছেন। এ ঘটনায় থানায় মামলা নিলো না। পরে আদালতে মামলা করলাম। এখন রাতে গ্রেফতার হলো সকালে আবার জামিন হয়ে গেলো। আমি সঠিক বিচার দাবি করছি।

জামিন পাওয়ার পর অভিযুক্ত চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, তিতাস গ্যাস অফিসের জি এম মাসুদের সঙ্গে আইনাল হাজিদের সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মাণ করছিলেন আইনাল। ইউনিয়ন পরিষদে তিতাস গ্যাস অফিসের জি এমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বাউন্ডারি ওয়ালের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। বিষয়গুলো আদালতে উপস্থাপনের পর বিচারক আমার জামিন মঞ্জুর করেছেন।

মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, চাঁদাবাজির একটি মামলায় চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠালে বিচারক তার জামিন দেন।

সঞ্জিত সাহা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।