ইঞ্জিন বিকল, বগুড়া শহরের মাঝপথে থেমে যায় ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৬ জুলাই ২০২৩

ইঞ্জিন বিকল হয়ে বগুড়ার পৌরশহরের মাঝপথে থেমে যায় আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা। রেলঘুমটি সেলিম হোটেলের সামনে রোববার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘুমটির দুপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়। অন্য ইঞ্জিন এনে নিয়ে যাওয়া হয় ট্রেনটি।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বগুড়া রেল স্টেশনের সুপারিন্টেনডেন্ট সাজেদুর রহমান সাজু।

তিনি বলেন, সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তঃনগর ট্রেন বিকেল ৪টার দিকে বগুড়া রেলস্টেশনে পৌঁছায়। কিন্তু স্টেশনের প্রবেশের আগে সিগন্যাল গেটে (রেলঘুমটি) ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে প্রায় আধাঘণ্টা ধরে দোলনচাঁপা ট্রেনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে।

রেল সুপার সাজেদুর আরও বলেন, পরে অন্য একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়া হয়।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।