লাশের অর্ধেক খেলো শেয়াল-কুকুরে, বাকি অংশ উদ্ধার করলো পুলিশ
বগুড়ার আদমদীঘি উপজেলায় শেয়াল-কুকুরে খাওয়া অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল ফসলি মাঠের ভেতর একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরপাড়ে শেয়াল-কুকুরে খাওয়া অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, ওই যুবকের মাথা থেকে কোমর পর্যন্ত নেই। তবে মরদেহের পাশেই পড়ে আছে যুবকের মাথার খুলি, বুকের খাঁচা এবং দুই হাতের কঙ্কাল।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ জাগো নিউজকে বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে এখানে মরদেহটি পড়ে ছিল। এ কারণে শরীরের উপরের অংশ শেয়াল-কুকুরে খেয়ে থাকতে পারে।
এসজে/জিকেএস