বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার টাঙানোর সময় মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৬ জুলাই ২০২৩

বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থৈইলডি মারমা (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পিএসএল নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী থৈইলডি মারমা। পৌরশহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এসি মার্কেটের পাশে একটি ভবনে ইন্টারনেট সংযোগ দিতে যান। সেখানে ইন্টারনেটের তার টাঙানোর জন্য সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে ছিটকে নিচে পড়েন। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।