ঈশ্বরদী ইপিজেডে দুই হাজার তালগাছের চারা রোপণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:০৭ এএম, ১৭ জুলাই ২০২৩

ব্রজপাত প্রতিরোধে পাবনার ঈশ্বরদী ইপিজেড এলাকায় দুই হাজার তাল গাছের চারা রোপণ করা হয়েছে। রোববার (১৬ জুলাই) বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট তালের চারা ইপিজেডে রোপণ করে।

এ উপলক্ষে ইপিজেড চত্বরে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছের গুরুত্ব এবং এর অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিউটের মহাপরিচালক ওমর আলী। ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য দেন সুগার ক্রপ গবেষণা ইনিস্টিটিউটের কর্মকর্তা কহিনুর বেগম, তোফায়েল আহমেদ ও প্রকল্প পরিচালক সাইয়ুম হোসেন।

পরে ঈশ্বরদী বেপজা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা ও তালপাখা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইপিজেডের পরিচালক (কমার্শিয়াল অপারেশন ও শিল্প সম্পর্ক) খালেদ মাহমুদ, উপ-পরিচালক (হিসাব) অলোক কুমার অধিকারী, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইলিয়াস নির্বাহী প্রকৌশলী (পুর) আব্দুল কাদির জিলানী, সহকারী পরিচালক (কমার্শিয়াল অপারেশন) মো. বোরহান উদ্দিন সহ ইপিজেড এর কর্মকর্তারা।

এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।