ফেনীর জহির রায়হান মিলনায়তন নির্মাণের উদ্যোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৭ জুলাই ২০২৩

দীর্ঘ ১৫ বছর পর ফেনীর সাংস্কৃতিক কর্মীদের তীর্থস্থান শহীদ জহির রায়হান মিলনায়তন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ভবনের সম্ভাব্যতা যাচাইয়ে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী কাজ করছেন।

রোববার (১৬ জুলাই) জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানান ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আজগর আলী।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। সভায় আরও অংশ নেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেফট্যানেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর (অব.)।

আজগর আলী বলেন, জহির রায়হান মাল্টিপারপাস ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রকৌশলীদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তোরণ নির্মাণের করার কার্যক্রম চলমান।

আরও পড়ুন: ১৫ বছরেও পুনর্নির্মাণ হয়নি ফেনীর জহির রায়হান মিলনায়তন

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আজগর আলী বলেন, প্রাথমিকভাবে ছয় তলা বিশিষ্ট বহুমুখী ভবনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এর সম্ভাব্যতা এবং নকশা প্রণয়নে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী কাজ করছেন।

ভবনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে ইতিবাচক ফলাফল পাওয়া গেলে ভবন নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ছয়তলা ভবনের গ্রাউন্ডফ্লোরে গাড়ি পার্কিং, প্রথম তলায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, দ্বিতীয় থেকে চতুর্থ তলায় বাণিজ্যিক ফ্লোর ও পঞ্চম ও ষষ্ঠ তলায় আবাসিক ফ্লোর করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেনাপোল পৌরসভায় নারী ভোটারের উপস্থিতি বেশি

বরেণ্য শহীদ বুদ্ধিজীবী ও চলচ্চিত্রকার ফেনীর কৃতি সন্তান জহির রায়হান হল পুনঃনির্মাণের দাবি ছিল সংস্কৃতি কর্মীদের। কিন্তু দাপ্তরিক জটিলতা থাকায় বেশ কয়েকবার হলটি পুনঃনির্মাণের কথা প্রচার হলেও সেটি আলোর মুখ দেখেনি।

এর আগে, জাগো নিউজে ‘১৫ বছরেও পুনর্নির্মাণ হয়নি ফেনীর জহির রায়হান মিলনায়তন’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপরই ফেনীর জহির রায়হান মাল্টিপারপাস ভবন নির্মাণে উদ্যোগ নেওয়া হয়।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।